Vivo Y29t 5G মিড-রেন্জের নতুন স্মার্টফোন MediaTek Dimensity 6000 প্রসেস 90Hz and 5000 mAh ব্যাটারিসহ লঞ্চ হবে

Published On: June 22, 2025
Join
Share Now
Join
Vivo Y29t 5G
Google News
Follow Us

Vivo তাদের মিড-রেন্জের Y29 সিরিজের স্মার্টফোনগুলো লাইন-আপ করে বিভিন্ন দেশে লঞ্চ করেছে যেমন: Vivo Y29 4G, Vivo Y29 5G, Vivo Y29s 5G. এখন এই প্রথম Vivo Y29t 5G ফোন লঞ্চ করার ঘোষণা করেছে মালোশিয়া। এই ফোনটি অন্য Y20 সিরিজের ডিজাইনে করা হয়েছে এবং ফোনটিতে থাকবে বড় ডিসপ্লে, বড় ব্যাটারি এবং টেকসই বিল্ড। এই ফোনটির আরো স্পেসিফিকেশন জানতে নিচে পড়ুন।

Vivo Y29t স্পেসিফিকেশন এবং বৈশিষ্ট্য

এই ফোনটিতে শক্তিশালী MediaTek Dimensity 6300 প্রসেসর হয়েছে এবং ফোনটিতে ৬ জিবি ও ৮ জিবি র‍্যামের সাথে ২৫৬ জিবি স্টোরেজে মোট দুইটি ভেরিয়ান্টে বাজারে বের হবে। ফোনটিতে বেশ বড় একটি ব্যাটারি রয়েছে 6000mAh এর সাথে 15W এর চার্জিং সমর্থন।

এই ফোনটি ফটোগ্রাফির জন্য Vivo Y29t 5G তে রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেট আপ যার মধ্যে রয়েছে ৫০ মেগাপিক্সেল সেন্সর ক্যামেরা + 0.08 মেগাপিক্সেল অক্সিলিয়ারি লেন্স। এছাড়া এই ফোনটির সেলফি ক্যামেরা থাকতে ৫ মেগাপিক্সেল। এই ফোনটি Android 15 থেকে শুরু হবে এবং ফোনটির কালার হিসেবে থাকবে Funtouch OS 15 তে চলবে।

Vivo Y29t 5G ফোনটির ওজন ২০২ গ্রাম এবং ফোনটির পরিমাপ 167.30 × 76.95 × 8.19 মিমি। ফোনটিকে ধুলা এবং জল থেকে সুরক্ষা রাখার জন্য ব্যবহার করা হয়েছে IP64 রেটিং। এই ডিভাইসটিতে 6.74 ইঞ্চি IPS LCD ডিসপ্লে রয়েছে যার রেজুলেশন 1600 × 720 পিক্সেল এবং এই ডিসপ্লে রিফ্রেশ রেট 90Hz এবং 260 ppi পিক্সেল ঘনত্ব এবং উচ্চ উজ্জ্বলতা মোডে 570 nits পর্যন্ত উজ্জ্বলতা রয়েছে।

 Vivo Y29t 5G ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে সাইডে। এছাড়া এই ফোনটিতে এক্সট্রা মেমোরি কার্ডের স্লট রয়েছে। তাছাড়া ফোনটিতে রয়েছে ডুয়েল সিম 5G, ডুয়েল ব্রান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.৪, জিপিএস, এনএফসি, এবং ইউএসবি হিসেবে থাকবে টাইপ-সি। তাছাড়া অন্যান্য ফোনটির ফিচার রয়েছে যেগুলো সম্পূর্ণ প্রকাশ করেনি।

Full Specs Click Now

Vivo Y29t 5G ফোনের দাম

এই ফোনটি প্রথম লঞ্চ করা হয়েছে মালয়েশিয়া আর মালয়েশিয়ায় দাম রয়েছে 1,099 MYR. তাছাড়া ফোনটির আন্তর্জাতিক মানের দাম হল $260 যা কনভার্ট করলে বাংলাদেশের দাম আসে ৩২,০০০ টাকা। এই ফোনটি বাজারে আপনি দুটি কালারের পেয়ে যাবেন টাইটানিয়াম গোল্ড কালার ও জেড গ্রীন কালার। এই ফোনটি খুব শীগ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ করা হবে তাই ধৈর্য ধরুন।

আরো প্রতিদিনের আপডেট পেতে আমাদের সংবাদ বিভাগটি দেখুন।

তাছাড়া খুব দ্রুত আমাদের ওয়েবসাইটের আপডেট গুলো পেতে নিচে সোশ্যাল মিডিয়াগুলো ফলো করে রাখুন।

Star Shanto

আমি স্টার শান্ত 91Mobiledokan ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা। আমি ২০১৮ সাল থেকে ইন্টারনেটের টেকনোলজি নিয়ে কাজ করি। সেই ধারাবাহিকতায় মার্কেটের আসা সকল মোবাইল সম্পর্কে রয়েছে বিষয়ে অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা দিয়ে মার্কেটে আসা সকল মোবাইল ফোনের সময়ের সাথে দাম ও স্পেসিফিকেশন আপডেট রাখার চেষ্টা করি। যাহাতে আপনারা খুব সহজে মোবাইল ফোনের দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে জানতে পারেন। ধন্যবাদ!!

WhatsApp Channel

Join Now

Official ID

Join Now

Leave a Comment