Sony 200 মেগাপিক্সেল ক্যামেরা: স্মার্টফোন দুনিয়ায় আসছে বড়সড় চমক

Published On: September 9, 2025
Join
Share Now
Join
Sony 200 মেগাপিক্সেল ক্যামেরা
Google News
Follow Us

স্মার্টফোন ক্যামেরার দুনিয়ায় নতুন এক বিপ্লব আনতে চলেছে Sony IMX09E 200MP সেন্সর। ১/১.১২ ইঞ্চির এই সেন্সর স্যামসাং-এর Galaxy Ultra সিরিজকে টক্কর দিতে তৈরি। এতে থাকছে Hybrid-Frame HDR টেকনোলজি ও ৪x লসলেস জুম, যা ছবির আলো-ছায়ার ব্যালেন্স করবে আরও নিখুঁতভাবে। Oppo, Vivo ও Xiaomi-এর ফ্ল্যাগশিপ মডেলগুলোতে ২০২৬ সালে এই ক্যামেরা যুক্ত হয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে।

Oppo Find X9 Ultra

Oppo তাদের Find X9 Ultra মডেলে এক নয়, বরং দুটি ২০০ মেগাপিক্সেল সেন্সর বসাতে চলেছে। এতে ফটোগ্রাফি হবে আরও বহুমাত্রিক, যেখানে আলাদা লেন্স ভিন্ন ভিন্ন আলো ও ডিটেইল ক্যাপচার করবে। এতে ব্যবহারকারীরা পাবেন আরও বাস্তবসম্মত পোর্ট্রেট ও আল্ট্রা-ওয়াইড শট। তবে, যদি এতে বড় ব্যাটারি ব্যাকআপ যোগ করা হতো, তবে ক্যামেরা-হেভি ব্যবহারে আরও সুবিধা পাওয়া যেত।

Xiaomi 16 Ultra

Xiaomi 16 Ultra মডেলে সোনির IMX09E সেন্সর এর সাথে আসবে ১ ইঞ্চির প্রধান সেন্সর। এটি হবে বিশ্বের অন্যতম শক্তিশালী ক্যামেরা সেটআপ। ফলে রাতের অন্ধকারেও ডিটেইলড ও ন্যাচারাল ছবি তোলা সম্ভব হবে। যারা ট্রাভেল ও নাইট ফটোগ্রাফি ভালোবাসেন, তাদের জন্য এটি আদর্শ হবে। যদি এতে বিল্ট-ইন ভ্যারিয়েবল অ্যাপারচার যুক্ত করা যেত, তবে আরও বেশি ফ্লেক্সিবিলিটি পাওয়া যেত।

Vivo X200 Ultra

Vivo তাদের X200 Ultra মডেলে এই সেন্সর ব্যবহার করবে বলে ধারণা। Vivo সবসময় কালার প্রসেসিং-এ এগিয়ে, তাই Hybrid-Frame HDR এর সাথে তাদের সফটওয়্যার কম্বিনেশন দিলে আউটপুট হবে দারুণ। বিশেষ করে ভিডিওগ্রাফি পছন্দকারীরা পাবেন সিনেমাটিক অভিজ্ঞতা। তবে, যদি এতে ProRes ভিডিও রেকর্ডিং সাপোর্ট থাকতো, তাহলে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এটি আরও আদর্শ হতো।

Samsung Galaxy S25 Ultra

স্যামসাং ইতিমধ্যেই তাদের Galaxy S25 Ultra-তে ISOCELL HP2 (200MP) ব্যবহার করছে। তবে সোনির নতুন সেন্সর এটিকে টক্কর দিতে তৈরি। যদিও স্যামসাংয়ের সফটওয়্যার ও ইকোসিস্টেম শক্তিশালী, কিন্তু Sony IMX09E-এর ৪x লসলেস জুম এর কাছে এটি কিছুটা পিছিয়ে পড়তে পারে। যদি Samsung এবার উন্নত নাইট মোড AI দেয়, তবে প্রতিযোগিতা আরও জমজমাট হবে।

Oppo Find X8 Ultra

Find X8 Ultra মডেলে ব্যবহৃত LYT-900 সেন্সর এর তুলনায় নতুন IMX09E সেন্সর কিছুটা ছোট হলেও, ফিচার-সমৃদ্ধ। এতে ব্যবহারকারীরা পাবেন আরও দ্রুত শাটার স্পিড ও ভালো হাইলাইট কন্ট্রোল। তবে, যদি এটি 8K ভিডিও রেকর্ডিং ৬০fps সাপোর্ট করতো, তবে মোবাইল ফিল্মমেকিং আরও এক ধাপ এগিয়ে যেত।

Xiaomi 15 Ultra

Xiaomi 15 Ultra মডেলে ১ ইঞ্চির সেন্সর থাকলেও নতুন 200MP Sony IMX09E সেটআপ এটি আরও শক্তিশালী করে তুলবে। যারা প্রফেশনাল ক্যামেরার মতো অভিজ্ঞতা চান, তাদের জন্য এটি হতে পারে পারফেক্ট কম্বিনেশন। তবে, যদি এতে বিল্ট-ইন ND ফিল্টার দেওয়া হতো, তাহলে ভিডিওগ্রাফাররা আরও সহজে আলোর নিয়ন্ত্রণ করতে পারতেন।

Sony Xperia Pro-C (সম্ভাব্য)

Sony নিজস্ব ফ্ল্যাগশিপ Xperia Pro-C মডেলেও এই সেন্সর ব্যবহার করতে পারে। যেহেতু সনি সবসময় কনটেন্ট ক্রিয়েটর ও প্রো ইউজারদের লক্ষ্য করে কাজ করে, তাই এতে থাকবে ডাইরেক্ট HDMI আউটপুট, প্রো লেভেলের ম্যানুয়াল কন্ট্রোল এবং র’ ফরম্যাট সাপোর্ট। তবে, যদি এতে বড় কুলিং সিস্টেম থাকতো, তাহলে হাই রেজোলিউশন ভিডিও শ্যুটে ওভারহিটিং সমস্যা থাকতো না।

Star Shanto

আমি স্টার শান্ত 91Mobiledokan ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা। আমি ২০১৮ সাল থেকে ইন্টারনেটের টেকনোলজি নিয়ে কাজ করি। সেই ধারাবাহিকতায় মার্কেটের আসা সকল মোবাইল সম্পর্কে রয়েছে বিষয়ে অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা দিয়ে মার্কেটে আসা সকল মোবাইল ফোনের সময়ের সাথে দাম ও স্পেসিফিকেশন আপডেট রাখার চেষ্টা করি। যাহাতে আপনারা খুব সহজে মোবাইল ফোনের দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে জানতে পারেন। ধন্যবাদ!!

WhatsApp Channel

Join Now

Official ID

Join Now

Leave a Comment