Apple Buying Perplexity | এপেল কিনতে যাচ্ছে শক্তিশালি AI স্টার্টআপ

Published On: June 21, 2025
Join
Share Now
Join
Apple Buying Perplexity

Apple Buying Perplexity

বর্তমান ইন্টারনেটের মানুষের সকল কাজকর্ম সহজ করে দিয়েছে AI. কিন্তু এখন পর্যন্ত apple এর এই ধরনের শক্তিশালী এ আই সার্চ ইঞ্জিন নেই। যার কারণে তারা এখন শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা স্ট্যাটাস পারপ্লেক্সিটি অ্যাপেল মোবাইল ফোন গুলোর মধ্য নিয়ে আসতে যাচ্ছে। এটি মূলত ব্যবহারকারীকে সহজে সার্চ ইঞ্জিনগুলো সাজেস্ট করবে এবং বিভিন্ন কাজে সহযোগিতা করবে।

বর্তমান স্মার্টফোনগুলোর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল আই ব্যবহার করে থাকেন samsung। আর অ্যাপেলে সবচেয়ে বাজারে বড় প্রতিযোগিতা হলো samsung। সেই কারণে স্যামসাং এর সাথে প্রতিযোগিতামূলক এগিয়ে থাকার জন্য তারা পারপ্লেক্সিটি এআই এর কোম্পানির সঙ্গে আলোচনা ভিত্তিক কথা বলেছেন। তা আশ্বাস দিচ্ছে এটি খুব তাড়াতাড়ি অ্যাপেল কিনে নিবে এবং সকল ব্যবহারকারীরা অ্যাপেলের মধ্য ব্যবহার করতে পারবেন।

পারপ্লেক্সিটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই কেনার জন্য অ্যাপেলকে এড দিতে হবে ১৪ বিলিয়ন ডলার। এটি হবে সবচেয়ে বড় অ্যাপেল এর খরচ কারণ এর আগে ২০১৩ সালে সে বড় যে খরচটি করেছিলেন সেটি হল ৩ বিলিয়ন ডলার। এই ডিলটি করেছিলেন অ্যাপেল সম্প্রতি ইন্টেল কর্পোরেশনের মডেম এবং চীনার রাইড শেয়ারিং কোম্পানির ডিডিতে তারা এই বিল ওয়ান ডলারের চুক্তি করেছিলেন।

কিন্তু শেষ পর্যন্ত ১৪.৩ বিলিয়ন ডলার স্কেল এ আই কিনে নেন। তবে এর আগে মেটা পারপ্লেক্সিটি সাথে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছিলেন। অ্যাপেল এবং মেটা প্রাকৃতিক প্রতিবার জন্য বৃহত্তর লড়াই চালিয়ে গেছেন। এদিকে মেটা সম্প্রতি এআই কোম্পানির সুপার ইন্টেলিজেন্স ইনকর্পোরেটেড এর সকল প্রতিষ্ঠান ড্যানিয়েল গ্রসকে নিয়োগের জন্য আলোচনা করেছিলেন। মেটা এবং গোরসের মধ্য আলোচনা করে apple রাজি করিয়েছেন।

২০১৩ সালে গ্রস আপেল এর কাছে কিউ নামে একটি স্ট্যাটআপ বিক্রি করেছিলেন। যেটি বর্তমান আইফোনের অপারেটিং সিস্টেমে আইওএস এর কিছুটা প্রাথমিক ai বৈশিষ্ট্য দেখা দেয় এবং সেটি সহযোগিতা করেছিলেন। আপেলের একটি প্রকল্পের নেতৃত্ব দেখা যাচ্ছিল ওপেন-এআই পেট জিপিটির প্রতিদ্বন্দ্বি তৈরি করতে গেছিলেন যাহাতে ওপেন ওয়েব থেকে ডাটা ব্যবহার করা যায়।

এই মাসেই শুরুতে Apple তাদের ওয়ার্ল্ড ওয়াইড ডেভলপার কনফারেন্সে সামান্য কিছু নতুন এআই বর্ধিত করনের তালিকা প্রকাশ করেছিলেন। সর্বশেষ বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছেন লাইভ অনুবাদ ক্ষমতা এবং সেট জিপিটির ভিত্তিক চিত্র যা ওপেন ai এর সাথে গভীর অংশীদারিত্ব।

পারপ্লেক্সিটি কেনার মাধ্যমে অ্যাপেল এয়ার প্রতিভার শক্তিশালী একটি অভিভাব ঘটবে। বর্তমানে এয়াই জগতে একটি পরিচিত ব্র্যান্ড এবং একটি ভোক্তা পণ্য এটি। এই চুক্তিটি ভবিষ্যতে নিয়োগ প্রচেষ্টায় সহায়তা করতে পারে।

এছাড়া অ্যাপেল একটি বড় ধরনের বিকল্প পরিকল্পনা নিয়ে এসেছেন। পারপ্লেক্সিটি যদি তারা এটি কিনতে ব্যর্থ হয় তার পরিবর্তে এর সাথে জোট বাধা যে এইগুলো রয়েছে। সেই এই আই গুলো তাদের ওয়েভ ব্রাউজারে একটি এআই সার্চ ইঞ্জিন বিকল্প হিসেবে পারপ্লেক্সিটি যুক্ত করা এবং এটিকে নিরত  একীভূত করার পরিকল্পনা নেয়।

ব্লুমবার্গ অ্যাপেলের পারপ্লেক্সিটি আলোচনার উপর রিপোর্ট করেছেন এবং সেখানে দেখা গেছে গুগলের শেয়ারের দাম বৃদ্ধি না হয়ে ১% শেয়ার কমে গেছে।

তাই যে সকল ব্যবহারকারীরা বর্তমান অ্যাপেল ব্যবহার করতেছেন তাদের জন্য এটি সুখবর হতে পারে। তাদের কাজগুলোকে একটু সহজ করার জন্য তারা শক্তিশালী পাওয়ারফুল আই ব্যবহার করার চেষ্টা করতেছেন। যেটি বর্তমান সংক্রিয় ভাবে রয়েছে স্যামসাং স্মার্টফোনগুলোর মধ্যে।

তাই ধারণা করা হচ্ছে বাজারে তাদের আধিপত্য বিস্তার করার জন্য এবং বর্তমান টপ লেবেলের samsung কোম্পানিকে টিক্কা দেওয়ার জন্য তারা এআই ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন।

Star Shanto

আমি স্টার শান্ত 91Mobiledokan ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা। আমি ২০১৮ সাল থেকে ইন্টারনেটের টেকনোলজি নিয়ে কাজ করি। সেই ধারাবাহিকতায় মার্কেটের আসা সকল মোবাইল সম্পর্কে রয়েছে বিষয়ে অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা দিয়ে মার্কেটে আসা সকল মোবাইল ফোনের সময়ের সাথে দাম ও স্পেসিফিকেশন আপডেট রাখার চেষ্টা করি। যাহাতে আপনারা খুব সহজে মোবাইল ফোনের দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে জানতে পারেন। ধন্যবাদ!!

WhatsApp Channel

Join Now

Official ID

Join Now

Leave a Comment