LTPO AMOLED ডিসপ্লে 12 GB RAM ও শক্তিশালি প্রসেসর নিয়ে লঞ্চ হল Vivo X200 FE নতুন স্মার্টফোন

Published On: July 8, 2025
Join
Share Now
Join
Vivo X200 FE

আজকে বাংলাদেশে Unofficially লঞ্চ হয়েছে Vivo ব্রান্ডের নতুন স্মার্টফোন Vivo X200 FE দাম ১,০৮,৫০০ টাকা। বর্তমান কয়েকদিনের মধ্যে বাংলাদেশের সকল মার্কেটে ফোনটি পাওয়া যাবে।

এই Vivo X200 FE স্মার্টফোনটি ৪টি কালারে বাজারে পাওয়া যাবে। 5G নেটওয়ার্ক স্পিড রয়েছে, তবে বাংলাদেশে ৫-জি ব্যবহার করা যাবে না এখন।

এই ফোনটি এখন ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজে পাওয়া যাবে, যদিও এই ফোনটির ২টি ভেরিয়ান্ট রয়েছে। LTPO AMOLED ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট ও 461 ppi, 5000 nits ডিসপ্লে আলো থাকছে।

6500mAh ব্যাটারি 90W এর ফাস্ট চাজিং থাকবে যেখানে 100% হতে সময় লাগবে মাত্র ৫৭ মিনিট। NFC, Infrared Port সমথর্ন করে তবে রেডিও ও এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করা যাবে না।

৫০+৫০+৮ মেগাপিক্সেল মেইন ট্রিপল ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে এবং এই ক্যামেরা দিয়ে 4K রেজুলেশন ও 3x Optical Zoom ব্যবহার করা যাবে।

Vivo X200 FE ফোনটিতে প্রসেসর থাকবে Mediatek Dimensity 9300+ (4nm) এর Octa-Core CPU এবং Android 15 দিয়ে শুরু কালার Funtouch 15 থাকবে। এই ফোনটির ফুল স্পেসিফিকেশন দেখুন>

Star Shanto

আমি স্টার শান্ত 91Mobiledokan ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা। আমি ২০১৮ সাল থেকে ইন্টারনেটের টেকনোলজি নিয়ে কাজ করি। সেই ধারাবাহিকতায় মার্কেটের আসা সকল মোবাইল সম্পর্কে রয়েছে বিষয়ে অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা দিয়ে মার্কেটে আসা সকল মোবাইল ফোনের সময়ের সাথে দাম ও স্পেসিফিকেশন আপডেট রাখার চেষ্টা করি। যাহাতে আপনারা খুব সহজে মোবাইল ফোনের দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে জানতে পারেন। ধন্যবাদ!!

WhatsApp Channel

Join Now

Official ID

Join Now

2 thoughts on “LTPO AMOLED ডিসপ্লে 12 GB RAM ও শক্তিশালি প্রসেসর নিয়ে লঞ্চ হল Vivo X200 FE নতুন স্মার্টফোন”

Leave a Comment