২৪ সেপ্টেম্বর আসছে Xiaomi 15T সিরিজ, ফিচার দেখে চমকে যাবেন

Published On: September 9, 2025
Join
Share Now
Join
২৪ সেপ্টেম্বর আসছে Xiaomi 15T সিরিজ
Google News
Follow Us

Xiaomi 15T সিরিজ আনুষ্ঠানিকভাবে লঞ্চ হচ্ছে আগামী ২৪ সেপ্টেম্বর। এবার থাকছে দুটি মডেল- Xiaomi 15T এবং Xiaomi 15T Pro। বড় ডিসপ্লে, শক্তিশালী Dimensity প্রসেসর, Leica টিউনড ক্যামেরা এবং দ্রুত চার্জিং সুবিধার সাথে ফোন দুটি আসছে। প্রো মডেলে থাকছে 5X পেরিস্কোপ টেলিফটো জুম, যা ফটোগ্রাফি প্রেমীদের জন্য বাড়তি সুবিধা দেবে। প্রিমিয়াম ফিচার নিয়েও দাম রাখা হয়েছে বেশ প্রতিযোগিতামূলক।

Xiaomi 15T

Xiaomi 15T মডেলে থাকছে 6.83-ইঞ্চি বড় AMOLED ডিসপ্লে এবং শক্তিশালী MediaTek Dimensity 8400 প্রসেসর। 12GB RAM এবং 256GB স্টোরেজের কারণে এটি গেমিং ও মাল্টিটাস্কিং-এর জন্য আদর্শ। 50MP মূল ক্যামেরার পাশাপাশি 13MP আলট্রা-ওয়াইড এবং 50MP টেলিফটো ক্যামেরা থাকায় ফটোগ্রাফি আরও স্মার্ট হবে। 5,500mAh ব্যাটারি ও 67W চার্জিং থাকলেও এখানে 90W দ্রুত চার্জিং থাকলে আরও ভালো হতো।

Xiaomi 15T Pro

প্রিমিয়াম Xiaomi 15T Pro মডেলে রয়েছে MediaTek Dimensity 9400+ প্রসেসর, যা হাই-পারফরম্যান্স ব্যবহারকারীদের জন্য আদর্শ। এর প্রধান আকর্ষণ হলো 5X পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, যা দূরের অবজেক্টও পরিষ্কারভাবে ধারণ করতে সক্ষম। 90W ফাস্ট চার্জিংয়ের কারণে কয়েক মিনিটেই বড় ব্যাটারি চার্জ হয়ে যাবে। যদিও ওয়্যারলেস চার্জিং যুক্ত থাকলে প্রিমিয়াম লেভেল অভিজ্ঞতা আরও উন্নত হতো।

Leica টিউনড ক্যামেরা সিস্টেম

Xiaomi এবারও Leica-এর সাথে হাত মিলিয়ে এনেছে 50MP প্রধান, 13MP আলট্রা-ওয়াইড এবং 50MP টেলিফটো ক্যামেরা। প্রো মডেলের 115mm সমতুল্য জুম লেন্স দূরবর্তী ফটোগ্রাফি ও ভ্লগিং-এ বিশেষ সহায়ক। যারা মোবাইল ফটোগ্রাফি ভালোবাসেন, তাদের জন্য এটি DSLR-লেভেলের অভিজ্ঞতা দেবে। তবে নাইট মোডে আরও উন্নত AI অপ্টিমাইজেশন থাকলে ব্যবহারকারীরা আরও ভালো ফটো কোয়ালিটি পেতেন।

উভয় মডেলেই রয়েছে 5,500mAh ব্যাটারি, যা সহজেই একদিনের বেশি ব্যাকআপ দেবে। Xiaomi 15T তে 67W চার্জিং আর 15T Pro তে 90W চার্জিং সাপোর্ট রয়েছে। যারা বেশি ভ্রমণ করেন তাদের জন্য দ্রুত চার্জিং বড় সুবিধা। তবে ওয়্যারলেস চার্জিং ও রিভার্স চার্জিং যুক্ত থাকলে এটি প্রতিদ্বন্দ্বীদের চেয়েও বেশি এগিয়ে যেত।

6.83-ইঞ্চির বড় AMOLED ডিসপ্লে সিনেমা ও গেমিং-এ ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্সকে আরও আকর্ষণীয় করবে। উচ্চ রিফ্রেশ রেট ও HDR সাপোর্ট থাকায় স্ক্রলিং এবং ভিডিও দেখা হবে মসৃণ। নতুন CAD রেন্ডার অনুযায়ী ডিজাইনে এসেছে পরিবর্তন, যা হাতে নেওয়ার সময় আরও প্রিমিয়াম ফিল দেবে। তবে গরিলা গ্লাস ভিক্টাস 2 প্রোটেকশন থাকলে স্ক্রিন সুরক্ষায় আরও শক্তিশালী হতো।

Xiaomi 15T সিরিজে বেস ভ্যারিয়েন্টেই 12GB RAM এবং 256GB স্টোরেজ রাখা হয়েছে, যা ফ্ল্যাগশিপ-লেভেলের। Dimensity 8400 এবং Dimensity 9400+ প্রসেসরের কারণে গেমিং, ভিডিও এডিটিং এবং ভারী অ্যাপ ব্যবহার হবে ঝামেলাহীন। তবে 1TB পর্যন্ত স্টোরেজ অপশন থাকলে হাই-এন্ড ব্যবহারকারীরা আরও বেশি উপকৃত হতেন।

দাম ও লঞ্চ তারিখ

Xiaomi 15T এর দাম শুরু হতে পারে €649 (প্রায় ৭১,০০০ টাকা) থেকে এবং Xiaomi 15T Pro এর দাম €799 (প্রায় ৮৮,০০০ টাকা)। এই দামে ফ্ল্যাগশিপ ফিচার পাওয়া আসলেই বড় চমক। ২৪ সেপ্টেম্বর গ্লোবাল লঞ্চের পরপরই এটি এশিয়া ও ইউরোপীয় বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে। তবে ভারতে এবং বাংলাদেশে দাম কেমন হবে তা এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।

Star Shanto

আমি স্টার শান্ত 91Mobiledokan ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা। আমি ২০১৮ সাল থেকে ইন্টারনেটের টেকনোলজি নিয়ে কাজ করি। সেই ধারাবাহিকতায় মার্কেটের আসা সকল মোবাইল সম্পর্কে রয়েছে বিষয়ে অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা দিয়ে মার্কেটে আসা সকল মোবাইল ফোনের সময়ের সাথে দাম ও স্পেসিফিকেশন আপডেট রাখার চেষ্টা করি। যাহাতে আপনারা খুব সহজে মোবাইল ফোনের দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে জানতে পারেন। ধন্যবাদ!!

WhatsApp Channel

Join Now

Official ID

Join Now

Leave a Comment