স্যামসাং এর প্রসেসর Exynos 2600 চিপসেট দেখা মিললো ভিডিওতে

Published On: December 3, 2025
Join
Share Now
Join
স্যামসাং এর প্রসেসর Exynos 2600 চিপসেট দেখা মিললো ভিডিওতে
Google News
Follow Us

Samsung তাদের পরবর্তী প্রজন্মের চিপসেট এর চেহারা প্রকাশ করেছে ভিডিওতে। ধারণা করা যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি s26 এর লঞ্চের আগেই তাদের ফ্লাগশিপ প্রসেসর Exynos 2600 লঞ্চ করবেন। 

আজকে samsung একটি ইউটিউবের ভিডিওতে এই সিপসেটের চেহারা প্রকাশ করেছেন। এটি দেখতে কেমন হবে এবং তার সঙ্গে তার পারফরম্যান্স ও কিছুটা শেয়ার করেছেন। 

Exynos 2600 বিপক্ষে কে? 

Exynos 2600 এর বিপক্ষে দাঁড়িয়েছে Snapdragon 8 Elite Gen 5 এর। দেখা যাচ্ছে স্ন্যাপড্রাগণের সর্বশেষ প্রসেসরের সঙ্গে samsung এর এই Exynos 2600 প্রতিযোগিতা করতে সক্ষম। এবং তার সমান পারফরমেন্স দিবে।

এই চিপসেটে কোর নিখুঁতভাবে উন্নত করেছে এবং প্রতিটা স্তরে সর্বোত্তম উন্নত করা হয়েছে। আশা করা যাচ্ছে Exynos 2600 এই চিপসেট 2nm স্মার্টফোন গুলোয় বাজারে আসবে।

দেখে নিন samsung এর আজ প্রকাশ করা Exynos 2600 দেখতে কেমন হবে:

Star Shanto

আমি স্টার শান্ত 91Mobiledokan ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা। আমি ২০১৮ সাল থেকে ইন্টারনেটের টেকনোলজি নিয়ে কাজ করি। সেই ধারাবাহিকতায় মার্কেটের আসা সকল মোবাইল সম্পর্কে রয়েছে বিষয়ে অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা দিয়ে মার্কেটে আসা সকল মোবাইল ফোনের সময়ের সাথে দাম ও স্পেসিফিকেশন আপডেট রাখার চেষ্টা করি। যাহাতে আপনারা খুব সহজে মোবাইল ফোনের দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে জানতে পারেন। ধন্যবাদ!!

WhatsApp Channel

Join Now

Official ID

Join Now

Leave a Comment