আপনি যদি গেমস খেলার জন্য একটি শক্তিশালী স্মার্টফোন আপনার বাজেটের মধ্যে ক্রয় করতে চান তাহলে আপনার জন্য শাওমি নিয়া আসছে Poco M7 plus স্মার্টফোন। এই ফোনটিতে থাকবে 7000mAh ব্যাটারি ও শক্তিশালী SM6375 স্ন্যাপড্রাগনের ৩ প্রজন্ম প্রসেসর যেটা কিনা আপনি স্মুথ ভাবে যেকোনো গেমস খেলতে পারবেন।
IPS LCD ডিসপ্লে সাথে 144Hz রিফ্রেশ রেট রয়েছে। ডিসপ্লের সাইজ রয়েছে 6.9″ যার রেজুলেশন 1080×2340 পিক্সেল। Poco M7 plus ফোনটিতে থাকবে তিনটি কালার যেখানে কিনা একটি কালার প্রকাশিত হয়েছে।
Poco M7 plus ফোনটি 4GB+128GB ভেরিয়ান্টে আপাতত বের হবে। এবং ফোনটির ব্যাটারি রয়েছে সিলিকন 7000mAh এর সাথে 33W এর ফাস্ট চাজিং। NFC, FM Redio, Infrared Port সাপোর্ট থাকবে।
Poco M7 plus ফোনের মেইন ডুয়েল ক্যামেরায় থাকবে ৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরায় থাকবে ৮ মেগাপিক্সেল। আপনি ফুল এইচডিতে HDR ভিডিও রেকর্ডিং করতে পারবেন।
এই ফোনটিতে ফাইভ-জি নেটওয়ার্ক সংযুক্ত রয়েছে তবে আমাদের বাংলাদেশ থেকে এখন ফাইভ জি ব্যবহার করা যাবে না। আরে এই ফোনটি প্রথমত ইন্ডিয়া লঞ্চ হবে ১৩ আগস্ট ২০২৫ তারিখে। তাই যারা ইন্ডিয়া থেকে ক্রয় করবেন তারা ১৩ ই আগস্ট থেকে যেকোনো মার্কেট থেকে ক্রয় করতে পারবেন। আর আমাদের বাংলাদেশ থেকে যারা এই ফোনটি কেনার চিন্তাভাবনা করছেন তারা কিছুদিন অপেক্ষা করুন।